শতরঞ্জির গ্রাম রংপুরের নিসবেতগঞ্জ
Not allow reviews
রংপুরের শতরঞ্জি ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার প্রায় ৩৬টি দেশে রপ্তানি হচ্ছে। শতরঞ্জির গ্রাম রংপুরের নিসবেতগঞ্জ
Descriptions
শতরঞ্জির গ্রাম রংপুরের নিসবেতগঞ্জ
রংপুর মহানগরীর উপকণ্ঠে সেনানিবাসের পশ্চিমে ঘাঘট নদীর তীরে অবস্থিত নিসবেতগঞ্জ নামের একটি গ্রাম। যা শতরঞ্জির গ্রাম নামেই পরিচিত। নিসবেতগঞ্জের প্রায় বাড়িতেই শোনা যায় তাঁতের মেশিনে শতরঞ্জি তৈরির ঘটাং ঘটাং শব্দ। শতরঞ্জি শিল্পের কারিগররা আপন মনে বুনে চলছেন নানান রকমের শতরঞ্জি। এই শতরঞ্জি দেশের বিভিন্ন স্থানে যাওয়াসহ বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাঁশের তাঁত মেশিনে ঘটাং ঘটাং শব্দে দিনভর কাজ করছেন কারিগররা। তারা জানান, মজুরি বৈষম্যতার কারণে কষ্টে দিন চালাতে হচ্ছে তাদের। জানা গেছে, রংপুরের শতরঞ্জি ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার প্রায় ৩৬টি দেশে রপ্তানি হচ্ছে। এমনকি বাংলাদেশেও রংপুরের শতরঞ্জির ব্যাপক চাহিদা।