ঐতিহ্যের ধারক রংপুরের শতরঞ্জি ক্রাফট
Not allow reviews
রংপুর জেলার প্রাচীনতম শিল্প ও গৌরবময় ঐতিহ্য হচ্ছে শতরঞ্জি। ঐতিহ্যের ধারক রংপুরের শতরঞ্জি ক্রাফট।
Descriptions
আসবাবের সৌন্দর্য বাড়াতে ও ঘর সাজানোর জন্য প্রয়োজন ভিন্ন ভিন্ন সাইজের শতরঞ্জি। ঘরের সৌন্দর্যে একটু বাঙালীয়ানা ভাব ফুটিয়ে তুলতে শতরঞ্জির ব্যবহার হতে পারে ঘরের প্রধান আকর্ষণ। শুধু মেঝেতেই নয়, দেয়াল সাজাতেও ব্যবহার করা যায় যুগোপযোগী বিভিন্ন ধরনের শতরঞ্জি। ঐতিহ্যের ধারক রংপুরের শতরঞ্জি ক্রাফট।
রংপুর জেলার প্রাচীনতম শিল্প ও গৌরবময় ঐতিহ্য হচ্ছে শতরঞ্জি। এয়োদশ শতাব্দীতে শতরঞ্জির প্রচলন ছিল। রাজা-বাদশাহদের গৃহে এর ব্যাপক কদর ছিল। মোঘল সম্রাট আকবরের দরবারে শতরঞ্জি ব্যবহার করা হত বলে ইতিহাস থেকে জানা যায়। ত্রিশ দশকের জমিদার জোতদারদের ভোজের আসন হিসেবে শতরঞ্জির ব্যবহারের কথা শোনা যায়। সে সময়ে শতরঞ্জি রাজা-বাদশাহ্, বিত্তবানদের বাড়িতে আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হত। ব্রিটিশ শাসনামলে শতরঞ্জি এত বেশি জনপ্রিয়তা লাভ করে যে এখানকার তৈরি শতরঞ্জি সমগ্র ভারতবর্ষ, বার্মা, সিংহল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হতো। ঐতিহ্যের ধারক রংপুরের শতরঞ্জি ক্রাফট।
বর্তমান বিশ্বে বুনন শিল্পের মধ্যে ‘শতরঞ্জি বুনন’ সবচেয়ে প্রাচীনতম। মজার ব্যাপার হলো, এ পণ্য উৎপাদনে কোন প্রকার যান্ত্রিক ব্যবহার নেই। কেবলমাত্র বাঁশ এবং রশি দিয়ে মাটির ওপর সুতো দিয়ে টানা প্রস্তুত করে প্রতিটি সুতা গণনা করে হাত দিয়ে নকশা করে শতরঞ্জি তৈরি করা হয়। কোন জোড়া ছাড়া যে কোন মাপের শতরঞ্জি তৈরি করা যায়। এর সৌন্দর্য ও টেকসই উল্লেখ করার মতো। বর্তমান সভ্যতায় কারুশিল্পের প্রতি মানুষের আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যা শতরঞ্জির জন্য অত্যন্ত শুভ। বর্তমানে বিদেশেও এর চাহিদা বাড়ছে। ঐতিহ্যের ধারক রংপুরের শতরঞ্জি ক্রাফট।
রংপুরের অজপাড়া গাঁ নিসবেতগঞ্জ থেকে যে আজ শতরঞ্জি রফতানি হচ্ছে তা নয়। নতুন উদ্যামে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে শতরঞ্জি। নিসবেতগঞ্জের শতরঞ্জি পল্লী যেন এক বিশাল কারুপণ্যে পরিণত হয়েছে। নিসবেতগঞ্জের অধিকাংশ বাড়ির আঙ্গিনা কিংবা উঠানে টিনের ছাউনির নিচে নিপুণ হাতে চলছে কারুকাজ খচিত শতরঞ্জি বোনার কাজ। যেখানে পূর্বে হাতির পা, জাফরি, ইটকাঠি, নাটাই ইত্যাদি নামের নকশা সংবলিত শতরঞ্জি তৈরি হতো সেখানে এখন আরও রং বেরং এর বাহারি নকশার শতরঞ্জি উৎপাদিত হচ্ছে। ঐতিহ্যের ধারক রংপুরের শতরঞ্জি ক্রাফট।
নব্বইয়ের দশকে হাতেগোনা কয়েকজন পুরনো কারিগরকে সংগঠিত করে নতুন করে এর যাত্রা শুরু হয়। প্রতিবছর উত্তরোত্তর শতরঞ্জির রফতানি বৃদ্ধি, বিসিকের গঠনমূলক উদ্যোগ, শতরঞ্জি শিল্পের সঙ্গে জড়িত সবার নিরঙ্কুশ প্রচেষ্টা। সব মিলিয়ে উজ্জ্বল সম্ভাবনাময় পথেই অগ্রসর হচ্ছে শতরঞ্জি শিল্প। ফিরে পাচ্ছে তার ঐতিহ্য।
ঐতিহ্যের ধারক রংপুরের শতরঞ্জি ক্রাফট।
সূত্র: জনকন্ঠ